জামালপুর জেলার সদর এলাকায় হত্যাচেষ্টা মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জামালপুর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মন্ডল হত্যাচেষ্টা মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অসামিরা হলেন মো. আলমগীর হোসেন (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৩২), মো. আনোয়ার হোসেন (৩০), মো. সানোয়ার হোসেন (৩২), মো. হযরত আলী (৩০), মো. আব্দুল করিম (৫৫), মো. ফরিদ (৩৫), মো. জিন্নাত আলী (৩২) ও মো. আব্দুল গফুর (৫৮)।
আসামিদের দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।