• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় পশুসম্পদ কর্মকর্তা নিহত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০২:৪০ পিএম
সড়ক দুর্ঘটনায় পশুসম্পদ কর্মকর্তা নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামেরদী এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পশুসম্পদ কর্মকর্তা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রামের বাড়ি সালথায় তাকে দাফন করা হয়েছে। 

নিহতের নাম মাহফুজ ঠাকুর (৪৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার মহেন্দ্র এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দাপ্তরিক কাজে ফরিদপুর থেকে ভাঙ্গা ফেরার পথে বিকেলে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন মাহফুজ ঠাকুর। আহত অবস্থায় ভাঙ্গা থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

ভাঙ্গা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফুহাদ বলেন, “মাহফুজ ঠাকুর আমার অফিসের সহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন এবং ভালো মানুষ তিনি। কিছুদিন আগে তার প্রোমোশনও হয়েছে। সকালে গরুর ভ্যাকসিন আনতে ফরিদপুর জেলা অফিসে যায় এবং সেখানে থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।”

ভাঙ্গা হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, “ফরিদপুরগামী গরু ভর্তি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ভাঙ্গা পশুসম্পদ অফিসের সহকারী কর্মকর্তা মাহফুজ ঠাকুর নিহত হয়েছেন।”

জাহাঙ্গীর আরিফ আরও বলেন, “ঘটনায় ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।”

Link copied!