সিলেটের ওসমানী শিশুপার্কে কাঠের পিঞ্জিরার ভেতর মোটরসাইকেল চালিয়ে দর্শক মাতানো রফিকুল ইসলাম (৩৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে সিলেট নগরের খাসদবীর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
নিহত রফিক নগরের লোহারপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওসমানী শিশুপার্ক থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) অমিত দাশ জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































