সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও আরিয়ান (১)। আহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) এবং নাসির উদ্দীন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেট কার ও মালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণিক ঘটনাস্থলে যায়। প্রাইভেট কারের ভেতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, “এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।