সিলেটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আব্দুল্লাহ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকালে নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ সিলেটের বালাগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের এনাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বছরখানেক ধরে ট্যাংকটি বন্ধ ছিল। রোববার আবদুল্লাহ কাজ করার জন্য ভেতরে প্রবেশ করে আর বের হননি। তাকে উদ্ধার করতে আরেক শ্রমিক ট্যাংকের ভেতরে গেলে তিনিও জ্ঞান হারান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আবদুল্লাহকে মৃত এবং অন্যজনকে জীবিত উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম আহমদ বলেন, “ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”