আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. কবির উদ্দিন সিকদার বাবলু এই সংবাদ সম্মেলন করেন। তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১.৩০টায় মিজানপুর ইউনিয়নে প্রার্থী মো. কবির উদ্দিন সিকদার বাবলু তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
মো. কবির উদ্দিন সিকদার বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে। ভোট চাইতে গেলে আমার কর্মীদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। মহিলা কর্মীদের বিভিন্ন রকম ভীতি প্রদর্শন করছে। তারা আমার মেয়েকেও ছাড় দেয় নাই। তারা আমার মেয়েকে নানা ধরনের বাজে মন্তব্য করেছে। আমাদের ঘর থেকে বের হলে গুলি করার হুমকি দিচ্ছে।”
মো. কবির উদ্দিন সিকদার আরো বলেন, “আমি গত ৫ বার নির্বাচন করেছি। দুইবার নির্বাচিত হয়েছি। আমাকে গত তিনবার ষড়যন্ত্রমূলক ভাবে হারানো হয়েছে।”
ভোট সুষ্ঠু করতে তিনি পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমরা এতদিন যে প্রচারণায় অংশ নিতে পেরেছি তার জন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমে পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। ভয়ভীতি প্রদর্শন করলেও তারা কোনোপ্রকার ক্ষতি করতে পারছে না। আশা করছি ভোটের দিনও জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে এবং ভোট দিতে পারবে।”
মো. কবির উদ্দিন সিকদার বাবলুর মেয়ে শরমী সিকদার বলেন, “প্রচারণার সময় প্রতিপক্ষ আমাকে নানান বাজে কথা বলেছে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা মিটিংয়ে জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।”
চতুর্থধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিজানপুর ইউনিয়ন থেকে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন টুকু মিজি (নৌকা), মো. কবির উদ্দিন সিকদার বাবলু (আনারস), আতিয়ার রহমান (মোটরসাইকেল)।



































