সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২২, ১০:০৩ এএম
সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সিলেরের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মে) রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৯টি ইউনিট কাজ করছে।

ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। আগুন লাগার খবরে মার্কেটের ব্যবসায়ীদের অনেকে ছুটে এসেছেন। কেউ কেউ ফায়ার সার্ভিসের কর্মীদের বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। আশপাশের স্টেশনের ইউনিটগুলোকেও বলা হয়েছে, তারাও আসছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেটের সিনিয়র স্টেশন অফিসার (সিলেট সদর) মো. বেলাল হোসেন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!