• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৮:১৭ পিএম
সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে অবস্থিত সাভার ইপিজেডে প্যাকজার নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায় ৭টা ৫ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

মো. শাহজাহান শিকদার বলেন, “সাভার ইপিজেডে প্যাকজার নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।”

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!