• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৫:১১ পিএম
সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামে এক চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

নোবেল ওই এলাকার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, “সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
 

Link copied!