• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

‘শিক্ষার্থীদের উপস্থিতির হার শতভাগ নয়’


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৩:১৬ পিএম
‘শিক্ষার্থীদের উপস্থিতির হার শতভাগ নয়’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয় মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, “করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

মন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝড়ে পড়েনি।”

এখনও অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়।”

পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন। 

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশিংশের সভাপতি ডা. শহীদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

Link copied!