শতভাগ ভ্যাকসিনেশনের লক্ষে মাগুরা শহরের মোড়ে মোড়ে সাধারণ মানুষকে করোনার টিকার দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
জেলা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান বলেন, “আমরা সিনোফার্মের করোনা টিকা প্রদান করছি। যারা নিবন্ধন জটিলতার কারণে টিকা নিতে পারেননি তাদের জন্য উম্মুক্ত স্থানে টিকা প্রদান করেছি। জেলাকে শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম। আশা করছি সফলভাবে শতভাগ করোনা টিকা প্রদান শেষ করতে পারব।”
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, “যারা বিভিন্ন জটিলতায় করোনা টিকা নিতে দেরি করেছেন, উম্মুক্ত স্থানে বা শহরের মোড়ে মোড়ে মাইকিং করে তাদের টিকা দেওয়া হচ্ছে। আশা করছি করোনা টিকা প্রদান শতভাগ সফলভাবে শেষ করতে পারব।”
টিকাদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডাক্তার শিপ্রা সরকার, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।