• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

রোববার থেকে নাটোরে সিনোফার্মের টিকা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:১৬ পিএম
রোববার থেকে নাটোরে সিনোফার্মের টিকা

নাটোরে আবারও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। 

আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হবে হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

যারা ইতিমধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং টিকা গ্রহণের জন্য খুদেবার্তা পেয়েছেন তারাই শুধু প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

ইতিপূর্বে গত ২৫ আগস্ট থেকে টিকা শেষ হওয়ার কারণে সিনোফার্মের টিকা কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া অ্যাস্ট্রোজেনেকার টিকা শেষ হওয়ার কারণে সাময়িকভাবে এই টিকাদান কর্মসূচি বন্ধ ছিল।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!