গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পর অন্য শারীরিক জটিলতায় ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে ১২ জনের মধ্যে রাজশাহীর ৩, পাবনা ২, চাঁপাইনবাবগঞ্জ ২, কুষ্টিয়া ২, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে রোগী ভর্তি আছেন ৪০৭ জন।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৫০ জন এবং মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।