রামেকে আরও ১৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১২:০৬ পিএম
রামেকে আরও ১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে (২১ জুলাই) রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, করোনায় মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে ও নাওগাঁ ও কুষ্টিয়ার একজন করে।

রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেন, রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।

শামীম ইয়াজদানী আরও বলেন, রামেক হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ২৮২ জনের। ৯৬ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!