রাজশাহী মেডিকেলে আরো ১৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:১৭ এএম
রাজশাহী মেডিকেলে আরো ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জন মারা গেছেন। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৮ জনের মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত এ ১৮ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন মাত্র তিন জন। বাকি ১৫ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। 

মৃতদের মধ্যে রাজশাহীরই ১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের দুজন করে ছয়জন এবং কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন দুজন। 

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৭৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০১। এদের মধ্যে ২০৬ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৪৫৪টি।

Link copied!