গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলার প্রতিটি পয়েন্টে কমতে শুরু করেছে পদ্মার পানি। তবে এখনো দুটি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত জেলার দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. হাফিজ জানান, পদ্মার পানি কমছে, জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমলেও বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং রাজবাড়ী সদরের মহন্দ্রেপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে হঠাৎই পদ্মার পানি কমতে শুরু করায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। বুধবার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় এনজিএল ইটভাটার পাশে প্রায় ১০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হলেও তারপর জেলার অন্য কোনো অংশে ভাঙ্গন শুরু হয়নি বলে নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।



-20251028132147.jpg)
































