নাটোরের বড়াইগ্রামে যৌতুকের টাকার চাপ সইতে না পেরে বিয়ের পাঁচ মাসের মাথায় আত্মহত্যা করেছে রুবি (১৬) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুড়মশৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবি ওই গ্রামের ইনসের আলীর মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগে উপজেলার মাঝগাঁও গ্রামের রাকিবুলের সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের ইনসের আলীর মেয়ে রুবির। বিয়ের যৌতুক হিসেবে ৯০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। বিয়ের দিন ৬০ হাজার টাকা দেওয়া হয়। বাকি ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী রাকিবুল প্রতিনিয়তই চাপ দিতে থাকেন। চাপ সইতে না পেরে মঙ্গলবার বাবার বাড়িতে আসেন রুবি। মঙ্গলবার রাতে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





































