• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০২:১৭ পিএম
যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোলার মদন পুর ইউনিয়নের যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন করেছে কয়েক হাজার মানুষ। 
সোমবার (২৯ নভেম্বর) সকালে শহরের প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ইউনিয়ন বাসীসহ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে হত্যার মূল আসামি জামাল উদ্দিন সকেট সহ ১৬ জন গ্রেপ্তার না হলে কঠিন আন্দোলন করার আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সচেতন নাগরিক সমাজের সভাপতি জেলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরন্নবী, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আবিদুল আলম।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নুর নির্বাচন পরবর্তী বিজয় উৎসব শেষে মদনপুর থেকে ট্রলারে ভোলা সদরে ফেরার পথে তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন মাঝ নদীতে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়। পুলিশ ওই মামলার ১ আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি ।

Link copied!