• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১২:১৩ পিএম
যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর এলাকায় এক যুবলীগ নেতা এবং তার সহযোগীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। যুবলীগ নেতা সাদুর হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদু মিয়া ও মাহাবুব মোল্লা সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাকে কে বা কারা ফোন করে তাজমহল পিরামিড এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে হামলাকারীরা যুবলীগ নেতা সাদুর হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

জানতে চাইলে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, “সোমবার সন্ধ্যায় তারা পরিষদে বসা ছিল, কে বা কারা তাদের ডেকে নিয়ে যায় ও পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।”

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

Link copied!