• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ময়ময়সিংহে এক সপ্তাহে ২৮৫১ মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:২২ এএম
ময়ময়সিংহে এক সপ্তাহে ২৮৫১ মামলা

করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন থেকেই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা জুড়ে। জেলায় ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

প্রতিদিন সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ও উপজেলাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন। সকাল থেকে বেশ কিছু সড়ক ঘুরে দেখা যায়, প্রশাসনের কঠোরতার চিত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয় সড়ক-মহাসড়কে। এই লকডাউনে প্রশাসনের কড়া অবস্থানের কারণে মানুষজন ঘর থেকে কম বের হতে দেখা যাচ্ছে । যারা যুক্তিসংগত কারণ ছাড়া বের হয়েছেন, তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে।

গত সাতদিনে ময়মনসিংহে ২৮৫১টি মামলায় ১৪ লাখ ৫৯ হাজার ৮২৫ টাকা জরিমানা আদায় করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী জেলার ১৩টি উপজেলায় ১৩জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬টা হতে রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করে। 

ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশের ১৮টি টিম, সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবর ৪টি টিম,  র‍্যাবের ৩টি টিম, এপিবিএন এক ও আনসারদের ৪টি টিম মাঠে কাজ করে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ১৩ উপজেলায় ৫২টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে লকডাউন বাস্তবায়নে এসব কার্যক্রম তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মানাতে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনও করা হচ্ছে। করোনার সংক্রমণের হার কমাতে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এই সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে বের হওয়া যাবে না। তবে যাদের খাদ্য সংকট হবে তারা যদি আমাদের জানান তাহলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে।

Link copied!