• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১০:৫২ এএম
মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

ফেনীর ফুলগাজীতে পাহাড়ি ঢলে মুহুরী নদী রক্ষার বাঁধের একাংশ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলগাজী-পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুহুরী নদীর পানির চাপে বেড়িবাঁধের জয়পুর এলাকায় ভাঙন দেখা দেয়। এতে উপজেলার জয়পুর, কিছমত ঘনিয়া, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা পানিতে তলিয়ে যায়। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মুহুরি নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।

 

Link copied!