• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৩:০৬ পিএম
মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

মাগুরায় ১১ হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছয়টি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে টিকা উদ্বোধন করেন মাগুরার দায়িত্বপ্রাপ্ত সচিব মোছা. নাসিমা বেগম। 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন সিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান জানান, জেলার এগারো হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

কেন্দ্রগুলো হলো মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষ।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!