ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে নয়জন মারা গেছেন।
মহিউদ্দিন খান মুন আরও বলেন, “আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪২৯ জন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।”
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আরন ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষা করে নতুন ৪৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন।”