• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

এনএসআইয়ের ভুয়া উপ-পরিচালক আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৮:৫৯ পিএম
এনএসআইয়ের ভুয়া উপ-পরিচালক আটক

ফরিদপুরে ছানোয়ার হোসেন (৩৬) নামের এক ভুয়া এনএসআইয়ের উপ-পরিচালককে আটক করা হয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) বিকালে জেলা সদরের কানাইপুরের মৃগী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ছানোয়ার ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ খবর পেয়ে ফরিদপুরের এনএসআইয়ের  অফিসাররা ও জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ছানোয়ার সদর উপজেলার কানাইপুরের মৃগী এলাকার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, ছানোয়ার ভুয়া পরিচয় ধারণ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। ছানোয়ারকে আটকের পর জিজ্ঞেসাবাদ চলছে। 

Link copied!