• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘ভুলে সরানো হয়নি বঙ্গবন্ধুর ছবি’


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:৫৯ পিএম
‘ভুলে সরানো হয়নি বঙ্গবন্ধুর ছবি’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রয়েছে শৌচাগার। তার পাশে পরিত্যক্ত পড়ে আছে শিক্ষার্থীদের বসার কিছু চেয়ার। 

এর পাশের দেয়ালে টাঙানো আছে ব্ল্যাকবোর্ড। তার ওপর ঝুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়। আর সেই শৌচাগারের দেয়ালে টাঙানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 

এ সময় সাংবাদিকদের ছবি তোলা দেখে তাড়াহুড়া করে বিদ্যালয়ের দপ্তরি ছবিটি সরিয়ে অন্য কক্ষে নিয়ে যান।

এ বিষয়ে বিদ্যালয়ের দপ্তরি মো. বাবু মিয়া বলেন, “স্কুলের প্রধান শিক্ষক তাকে ছবিটি রাখতে বলেছেন। করোনার কারণে স্কুল বন্ধ ছিল। এ কারণে ছবিটি আর সরানো হয়নি।” 

এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ জানান, ওই কক্ষটি আগে শ্রেণিকক্ষ ছিল। ছয় মাস আগে কক্ষটিকে শৌচাগার করা হয়। বঙ্গবন্ধুর ছবিটি ওই কক্ষে টাঙানো ছিল। কিন্তু করোনার সময় স্কুল বন্ধ থাকায় ভুলে ছবিটি আর সরানো হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ বলেন, “এটি একধরনের অবহেলা। ঘটনা সত্যি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Link copied!