• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৮:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়ায় লাইস্কা বিলে যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা। দুর্ঘটনা পর ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমরানুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। উদ্ধার অভিযান চলছে। ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।


এক নৌকার যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!