• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বেয়াই হত্যা মামলায় বেয়াইয়ের মৃত্যুদণ্ড


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৬:৩৫ পিএম
বেয়াই হত্যা মামলায় বেয়াইয়ের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে বেয়াই হত্যা মামলায় বেয়াইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেয়াইয়ের নাম লুৎফর রহমান। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে গৃহবধূ সিরাতুন নেসা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গ্রাম সালিশ বসে।

ওই সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেয়াই লুৎফুর রহমান উত্তেজিত হয়ে তার ভাবি সিরাতুন নেসার ভাই তৈয়ুবুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনার প্রেক্ষিতে বোন সিতারুন নেসার বাদী হয়ে তার দেবর লুৎফুর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন।

সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!