• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:৪৮ পিএম
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার সদরের খরুলিয়ায় মিনিবাস ও অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী নাজমুল হক জানান, চকরিয়া সার্ভিস নামে একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

Link copied!