• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৬:৩১ পিএম
বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের চারজন পুরুষ, একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, হানিফ পরিবহনের বাসটি মির্জাপুরের রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা যান। তবে বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। 

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!