• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ফেসবুকে ছবি দেখে ছেলের লাশ শনাক্ত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:৩৬ পিএম
ফেসবুকে ছবি দেখে ছেলের লাশ শনাক্ত

বগুড়ার কাহালু উপজেলায় ফাহারুল ইসলাম বিজয় (১৬) নামের এক অটো ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করতে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাহালুর নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া ডিকে অটো রাইস মিলের পেছন থেকে বিজয়ের লাশ উদ্ধার করা হয়।

নিহত বিজয় গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকার মো. লিটন আলীর ছেলে। 

নিহতের পরিবার জানায়, বিজয় সোনারায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভাবের সংসার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি অটোভ্যান চালাতো সে। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ফেসবুকে বিজয়ের লাশের ছবি দেখে তাকে শনাক্ত করে পরিবার।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুর রশিদ ও কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, বিজয়ের পিঠে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Link copied!