• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

ফেনীর এনএসআই প্রধানের মৃত্যু


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৩:৪৬ পিএম
ফেনীর এনএসআই প্রধানের মৃত্যু

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফেনীর উপপরিচালক ডিএম ইউছুফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান তিনি।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান মাহমুদ মামুন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। ১০টা ৪২ মিনিটে তিনি মারা যান।

এনএসআই কর্মকর্তা ইউছুফের দাফন-কাফনসহ যাবতীয় খরচের জন্য ১০ লাখ টাকার অনুদান ঘোষণা দিয়েছেন নিজাম উদ্দিন হাজারী।

Link copied!