• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১২:৫৪ পিএম
ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ বাসায় নারগিস বেগম (৪০) নামের এক নারীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেটসংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নারগিস বেগম একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। তিনি প্রায় ২০ বছর ধরে এই গ্রামে বসবাস করে আসছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারগিস বেগম সন্ধ্যার পর থেকে নিজ রুম থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাসার দরজা ধাক্কা দিতেই নারগিস বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়।

হত্যার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হত্যাকাণ্ডের ঘটনা কে বা কার ঘটিয়েছে, এখনো জানা সম্ভব হয়নি।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Link copied!