• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফরিদপুরে আক্রান্ত আরও ৫০, মৃত্যু ১


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৪:৫৬ পিএম
ফরিদপুরে আক্রান্ত আরও ৫০, মৃত্যু ১

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও একজন মারা গেছেন।

সোমবার (৩০ আগস্ট) থেকে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল আটটা পর্যন্ত হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ৪৫।

করোনা শনাক্ত হয়ে মারা গেছেন রুপবান বেগম (৮০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বিবাগদী গ্রামের আবদুর রশিদের স্ত্রী। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জের একজন মারা গেছেন। এ পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫০৩।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভাঙ্গা উপজেলার ১০ জন, বোয়ালমারী, মধুখালী, সদরপুর, চরভদ্রাসনে দুইজন করে, সালথার ৩ ও ফরিদপুর সদরের ২৯ জন করোনা আক্রান্ত আছেন। এ নিয়ে ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে মোট ২০ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন।

Link copied!