• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

‘প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ সমাজ ও দেশকে প্রভাবিত করেছে’


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০১:৪০ পিএম
‘প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ সমাজ ও দেশকে প্রভাবিত করেছে’

ফেনী সদর উপজেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

রোববার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল।

সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারাম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারাম্যান জোৎস্না আরা জুসি।

এছাড়াও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জানানো হয়, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।

জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ ১০টি ছাড়াও আরও অনেক এমন উদ্যোগ রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এমন উদ্যোগগুলোর প্রচার প্রয়োজন। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করেছে।”

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশে এ কর্মশালার আয়োজন করা হয়।
 

Link copied!