• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

পোস্ট অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১২:৩৯ পিএম
পোস্ট অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়/ছবি : সংবাদ প্রকাশ

কুমিল্লার দেবীদ্বার উপজেলা পোস্ট অফিস থেকে মোসলেম মোল্লা (৫৫) নামের ডাক বিভাগের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পোস্ট অফিস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোসলেম মোল্লা উপজেলার বড় আলমপুর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে অবস্থিত উপজেলা পোস্ট অফিসের নৈশপ্রহরীর কাজ করতেন। সেখানেই থাকতেন। শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে দেবীদ্বার থানা-পুলিশের পরিদর্শক মারুফ রহমান সংবাদ প্রকাশকে বলেন, “আমরা ধারণা করছি, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিবার এসে লাশটি শনাক্ত করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাব।”

ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

Link copied!