• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০২:১১ পিএম
পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর আটক

নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। 

গ্রেপ্তার শাহীন খন্দকার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় থেকে শাহীন খন্দকারকে গ্রেপ্তার করে।

গত ১৪ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের ভাড়া বাড়িতে নববধূকে ধর্ষণ করে শাহীন খন্দকার। মেয়েটির চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে শাহীন খন্দকার সেখান থেকে পালিয়ে যান। পরে ওই নারীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

Link copied!