পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১২:৩৮ পিএম
পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় এ ধসের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড় ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন।

এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতি গুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।  

এর আগে একই দিন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা, মহেশখালিসহ ৮ জন নিহত হন পাহাড় ধসে।

Link copied!