পানিতে ডুবে শিশুর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৬:৪১ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরে পানিতে ডুবে জান্নতি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কালাই গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু জান্নাতি ওই গ্রামের মোস্তফা ব্যাপারীর মেয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সমবয়সীদের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় খেলতে যায় জান্নতি। এ সময় সবার অগোচরে রাস্তা সংলগ্ন ডোবায় পড়ে যায় সে। পরে এক পথচারী শিশুটির নিথর দেহ ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

Link copied!