ঈদের দ্বিতীয় দিনেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে। পাশাপাশি ঢাকা থেকে নিজ নিজ গন্তব্যেও ফিরছেন অনেক মানুষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, সকাল থেকেই পাটুরিয়ায় ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। তবে, ঈদের ছুটি কাটাতে অনেক যাত্রীকেই আবার ঢাকা থেকে আসতে দেখা গেছে।
জিল্লুর রহমান আরো বলেন, বহরের ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে পণ্যবাহী ট্রাক না থাকলেও ছোটবড় শতাধিক গাড়ি পাড়ের অপেক্ষায় রয়েছে।