রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটা বাগাড় মাছ ধরা পড়েছে।
রোববার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের বাল্লা এলাকার রণজিৎ হালদারের জালে মছটি ধরা পরে।
মাছটি পেয়ে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে আনলে স্থানীয় মানুষ মাছ দেখার জন্য ভিড় করে। পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন।
পরে তিনি মোবাইল ফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ১১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে প্রায়ই এখন বড় বড় মাছ ধরা পড়ছে। আজকের বাগাড় মাছটি জেলে রণজিৎ হালদারের জালে ধরা পরে। পরে তিনি মাছটি আমার কাছে বিক্রি করতে আনলে মাছটি কিনে নেই। পরে সামান্য লাভে মাছটি বিক্রি করে দেই।