পদ্মার বাঘাইড় নিয়ে কাড়াকাড়ি


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৩:৪৯ পিএম
পদ্মার বাঘাইড় নিয়ে কাড়াকাড়ি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ক্রয় করতে ক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়।  

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়ার চর কর্ণেশনা কলাবাগান এলাকায় গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। মাছটির ওজন ৩৭ কেজি।

মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার বাইপাস সড়কের পাশে দুলাল মৎস্য আড়তে আনেন ওই জেলে। মাছটি দেখে ক্রেতাদের লোভ লেগে যায়। অনেকেই দাম হাঁকতে থাকেন।

পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। 

চান্দু মোল্লা জানান, সকালে দুলাল মৎস্য আড়ত থেকে ১৩০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি। বর্ষা মৌসুমে পদ্মায় দেখা মিলে এমন বড় মাছের। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি। এখন লাভে বিক্রি করতে মোবাইলে দেশের বিভিন্ন জায়গার বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। সন্ধ্যার মধ্যেই মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!