• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি 


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৬:০১ পিএম
পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবারের মতো এবারো খালি চোখে দেখা দিয়েছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পর্বতের অপরূপ দৃশ্য খালি চোখেই দেখা মিলেছে। তবে বিকেল হতে হতে অনেকটা আকাশের সঙ্গে মিশে যায়। এদিকে শীতের কিছুটা আগে ভাগে পরিষ্কারভাবে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখা দেওয়ায় অনেকেই সেটি ক্যামেরাবন্দি করেছেন। মূলত মেঘ মুক্ত আকাশ থাকায় পর্বতটি দেখা দিয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন জানান, মেঘ মুক্ত আকাশে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যাচ্ছে। গত কয়েক দিনের ভাড়ি বর্ষণের সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকায় অনেক আগে ভাগেই এবার পর্বতটি দেখা দিয়েছে। তাই সেটিকে ক্যামেরাবন্দি করে রাখি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আবহাওয়া অনুকূল থাকলে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। লকডাউনের কারণে বাতাসে ধূলিকণার পরিমাণ কমে যাওয়ায় এবং আকাশে মেঘ না থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার একটু আগে ভাগে দৃশ্যমান হয়েছে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। তবে আগামীতে আকাশ পরিষ্কার থাকলে আবারো দেখা দিতে পারে কাঞ্চনজঙ্ঘা।

Link copied!