• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১১:৫২ এএম
নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চাটখিলে দুজন ও সদর উপজেলায় একজন রয়েছেন। একই সময়ে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার ১৮ দশমিক ৫২ শতাংশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার করোনার তথ্যগুলো নিশ্চিত করেছেন। 

নোয়াখালী কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১২০ শয্যার কোভিড হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন, যার মধ্যে ২০ জন নারী ও ১৫ জন পুরুষ। এদের মধ্যে ৮ জন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন রোগী।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ২টি উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ২২২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু বেগমগঞ্জে ৬৯ জন, সদরে ৩৯ জন ও চাটখিলে মারা গেছেন ৩০ জন রোগী। 

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার তিনটি পিসিআর ল্যাবে ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৮, সোনাইমুড়ীতে ৮, সেনবাগে ৫, বেগমগঞ্জে ১৭, হাতিয়া ১, কোম্পানীগঞ্জে ৪, চাটখিলে ৫ এবং সুবর্ণচরে ১ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ১৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯৬ জন। আইসোলেশনে আছেন ২ হাজার ৯৯৬ জন রোগী।

Link copied!