মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে ডুবে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর গ্রামের শাহিন প্রামানিক (৪৫) ও একই গ্রামের রফিক খান (৩০)। নিহতরা সর্ম্পকে মামা-ভাগিনা। সদর থানার এসআই লুৎফর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই লুৎফর রহমান জানান, শুক্রবার রাত ১টার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি। রাত ২টার দিকে মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক, হেলপারসহ মোট সাতজন ছিল। এদের মধ্যে পাঁচজন দ্রুত বেরিয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান।
লুৎফর রহমান আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচে ডুবে থাকা গাড়ির ভেতর আটকে পড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ দুটি এখন মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতরা সর্ম্পকে মামা-ভাগিনা।