চট্টগ্রামে নালায় নিখোঁজ পথচারী ছালেহ আহমেদকে (৫৫) একদিন পরেও খোঁজে পাওয়া যায়নি।
তার সন্ধানে বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এরআগে বুধবার দুপুরে ওই পথচারী নিখোঁজ হন।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, “ছালেহ আহমেদ বুধবার দুপুরে নালায় পড়ে নিখোঁজ হন। রাত পর্যন্ত আমাদের কাজ চলেছে। আজ ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও কাজ শুরু করেছে। এখনও কোনো সন্ধান মেলেনি। যদি নিখোঁজ পচচারীর মৃত্যুও হয়, সাধারণত ১৮ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠার কথা। কিন্তু আজ দুপুর পর্যন্ত কোনো খোঁজ নেই। সবকিছু মাথা রেখে আমার কাজ চালিয়ে যাচ্ছি।”
জানা যায়, পটিয়া উপজেলার মনসার টেক এলাকার আব্দুল হাকিমের ছেলে ছালেহ আহমেদ। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন।
মঙ্গলবার রাতভর চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে বন্দর নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। এর মধ্যে বুধবার বেলা ১১টার দিকে মুরাদপুর মোড়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ নামে ওই পথচারী। এরপর থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।