• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৫:০৬ পিএম
নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শেখ পারভেজ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মুছারচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পারভেজ ওই এলাকার জসিমউদ্দিন দেওয়ানের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, সোমবার (৩০ আগস্ট) বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাদা পোশাকের পুলিশ। এসময় মাদক সেবীরা পুলিশ দেখে ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পালিয়ে যায়। এসময় ভয়ে পারভেজও নদে লাফিয়ে পরে। 

আজ দুপুরে তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদা পোশাকে পুলিশের অভিযানের কোনো তথ্য আমার জানা নেই। নিহতের পরিবারের দাবি সে ভালো সাঁতার জানতো সুতরাং পানিতে ডুবে মরতে পারে না। হয়তো তাকে কেউ হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!