• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

নদীশাসনের দাবিতে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৩:৩১ পিএম
নদীশাসনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরের বজরায় তিস্তার ভাঙনে বিলীন বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিতরা।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতালস্কর প্রাইমারি স্কুলের পাশে দীর্ঘ সময় ধরে মানববন্ধনে নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল কাইম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গেল বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এবার বৃষ্টি শুরু হলে ওই এলাকায় ভাঙন বেড়ে যাবে। এছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই এলাকায় বন্যা সৃষ্ট হবে। তাই দ্রুত বাঁধ ও নদী শাসনের আবেদন জানান মানববন্ধকারীরা।

Link copied!