• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ধামরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৯:১৩ এএম
ধামরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে রিফাত রেজোয়ান রাতুল (৩৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে নিহতের ছোট ভাই অর্ণবকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়কুল গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয় ।

নিহত রাতুল উপজেলার কুল্লা ইউনিয়নের বড়কুল গ্রামে রশিদ হাজীর ছেলে।

নিহতের মামা মামুন সংবাদ প্রকাশকে জানান, রাতুল ইন্টারনেট ব্যবসা করতেন। তবে ব্যবসায়ে কোন্দলের কারণে এক দল দেশীয় অস্ত্রধারী সন্তাসীরা তার বাড়িতে হামলা চালায়। এতে রিফাত ও তার ছোট ভাই অর্ণবকে কুপিয়ে জখম করে। পরে রিফাতকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে রিফাতের ছোট ভাই অর্ণব এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শহীদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন ছিল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!