• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:৪১ এএম
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সাগরদিঘী ইউনিয়নের শেরুয়া বটতলা ফিশারি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস ঢাকার যাচ্ছিল। পথে শেরুয়া বটতলা খেসারি গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৪০ জন আহত হন। 

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউস পরিদর্শক নাদির হোসেন জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবে গাড়ি চলাচলের জন্য দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো রাস্তার মাঝখান থেকে সরানো হয়েছ। বর্তমান গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!