• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:৩০ এএম
দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

গোপালগঞ্জের কাশিয়ানীর রাহুথর বাজারে নামযজ্ঞ পরিচালনার কর্তৃত্বকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে উজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল বোসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় দ্বীননাথ সেবা আশ্রম প্রাঙ্গণে বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য সভা আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট ও মুকসুদপুরের উজানী ইউনিয়নের মোট চৌদ্দ গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা চলাকালে নামযজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি বাইন ও ডা. তপন মজুমদারের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহত উজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল কান্তি বোস বলেন, “রাহুথর হাতিয়ারা ও উজানী ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কমলেশ বোস ও তার শ্বশুর দীনেশ মন্ডলের সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। তারা নির্বাচনে পরাজিত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।”

কাশিয়ানীর থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Link copied!